
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :লিবিয়ার মিসরাতা শহরে সিআইডি পুলিশ একটি সফল অভিযান চালিয়ে ২৩ জন অপহৃত বাংলাদেশিকে উদ্ধার করেছে। অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেপ্তারও করা হয়েছে, যা মঙ্গলবার লিবিয়ায় বাংলাদেশি দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিসরাতার আল-গিরান থানায় বিদেশিদের অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্যাতনের অভিযোগ পাওয়ার পর সিআইডি তদন্ত শুরু করে। পরে অপহরণকারী চক্রের অবস্থান চিহ্নিত করে পুলিশ অভিযান চালিয়ে জিম্মিদের মুক্ত করে।
উদ্ধার হওয়া বাংলাদেশিদের এবং গ্রেপ্তার দু’জনকে আল-গিরান থানায় হস্তান্তর করা হয়েছে। মিসরাতার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপে জিম্মিদের নিরাপত্তা নিশ্চিত হওয়ায় বাংলাদেশ দূতাবাস তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একইসঙ্গে, দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উদ্ধার হওয়া বাংলাদেশিদের আইনি সহায়তা প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।