ইউকে শুক্রবার, ৪ জুলাই ২০২৫
হেডলাইন

আগুনে পুড়ে ছাই খাগড়াছড়ির ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :খাগড়াছড়ির দীঘিনালায় ভয়াবহ আগুনে ৩০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। আগুনে উপজেলার বোয়ালখালী বাজারের এই দোকানপাটগুলো ছাই হয়ে গেছে।

গত মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা সূত্রে জানা যায়, হঠাৎ আগুনের ফুলকি দেখতে পান তাঁরা। মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি দোকানে। আগুনের লেলিহান শিখায় চারপাশ লাল হয়ে ওঠে। বোয়ালখালীর নিচের বাজারের একটি খাবারের হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি, স্থানীয় লোকজন ছাড়াও সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অংশ নেন।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া গণমাধ্যমকে বলেন, লারমা স্কয়ারের পাশে বোয়ালখালী বাজারে তৃপ্তি হোটেল থেকে আগুন লাগার ঘটনা ঘটে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিস কর্মকর্তা জাকের হোসেন বলেন, জেলা সদর ও দীঘিনালা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এর আগে গত ৭ মার্চ রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় দীঘিনালায় ১২টি দোকান পুড়ে যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ