ইউকে সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
হেডলাইন

চট্টগ্রামে ওয়াসিম হত্যা: ১৫ জনের বিরুদ্ধ গ্রেফতারি পরোয়ানা

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :জুলাই আন্দোলনের দ্বিতীয় শহীদ চট্টগ্রাম কলেজের ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম হত্যা মামলায় ১৫ জনের বিরুদ্ধ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার ওয়াসিমসহ ছয়জনকে হত্যা মামলার প্রাথমিক তদন্ত শেষে ১৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির ট্রাইব্যুনাল এ আদেশ দেন। তাদের মধ্যে চট্টগ্রামের সাবেক দুই মেয়র আ জ ম নাসির ও রেজাউল করিম এবং তৎকালীন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের নাম জানা গেছে।

উল্লেখ্য, কোটাসংস্কার আন্দোলন চলাকালে গত বছরের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন আবু সাঈদ। একই দিন চট্টগ্রামের মুরাদপুর এলাকায় যুবলীগ-ছাত্রলীগ ও পুলিশের গুলিতে শহীদ হন ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ