ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

তামিমের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন ড. ইউনূস

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস হাসপাতালে হাসপাতালে ভর্তি ক্রিকেটার তামিম ইকবালের স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন। আজ (২৪ মার্চ) বিকেএসপির মাঠে খেলার সময় হৃদরোগে আক্রান্ত হোন ক্রিকেটার তামিম ইকবাল।

সোমবার (২৪ মার্চ) প্রধান উপদেষ্টার পক্ষে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে কথা বলেন।

নিজাম উদ্দিন গণমাধ্যমকে জানান, হৃদরোগে আক্রান্ত হলে তামিমকে দ্রুত কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং স্বাস্থ্যের অবস্থা জানতে তাৎক্ষণিকভাবে একটি এনজিওগ্রাম করা হয়। বিসিবি তামিমের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় যেকোনো সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে।

তিনি আরো বলেন, তারা তামিম ইকবালের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে নিয়মিত প্রধান উপদেষ্টাকে আপডেট রাখবেন।

তামিম বাংলাদেশের হয়ে ৭০টি টেস্ট, ২৪৩টি ওয়ানডে এবং ৭৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং তার বর্ণাঢ্য ক্যারিয়ারে বিভিন্ন পর্যায়ে জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ