
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :পাকিস্তানের এক ক্রিকেটারের বিরুদ্ধে দোকান থেকে ব্যাট কিনে টাকা না দেওয়ার অভিযোগ উঠেছে। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে এই ঘটনা ঘটে বলে দাবি করেছেন পাকিস্তানের অভিজ্ঞ সাংবাদিক ওয়াহিদ খান। তবে তিনি ওই ক্রিকেটারের নাম প্রকাশ করেননি।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেয়া এক পোস্টে ওয়াহিদ খান জানান, “গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় পাকিস্তানের এক জনপ্রিয় ক্রিকেটার নিউজার্সির একটি দোকান থেকে তিনটি ব্যাট কিনেছিলেন। দোকানের মালিক নিউইয়র্ক গিয়ে সেই ব্যাটগুলো পৌঁছে দিয়েছিলেন, কিন্তু ক্রিকেটারটি এখনও ব্যাটের দাম পরিশোধ করেননি এবং তার ফোনকলের কোনো সাড়া দিচ্ছেন না।”
এই অভিযোগটি তুলেছেন ওয়াহিদ খান, যিনি একটি বেসরকারি টিভি চ্যানেলে কাজ করছেন বলে পাকিস্তানি সংবাদমাধ্যম ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন ‘ জানিয়েছে। ব্যাটের মূল্য পরিশোধ না করার এই ঘটনায় নেটিজেনরা ব্যাপক প্রতিক্রিয়া জানাচ্ছেন, এবং কেউ কেউ জল্পনা করছেন, সেই ক্রিকেটার কে হতে পারেন। যদি অভিযোগটি সত্য হয়, তাহলে পাকিস্তান ক্রিকেটের জন্য এটি আরও একটি বড় সম্মানহানি হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের ভরাডুবির পর এই ধরনের একটি অভিযোগ দলের জন্য আরও বিব্রতকর হতে পারে। বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া পাকিস্তান ভারত ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে পরাজয়ের পর আয়ারল্যান্ড ও কানাডার বিপক্ষে জয় পেলেও পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ পায়নি।