ইউকে বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
হেডলাইন

৬৩ হাজার ৮০০ প্যাকেট বিদেশি সিগারেটসহ গ্রেপ্তার ২

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :চট্টগ্রামে ৬৩ হাজার ৮০০ প্যাকেট বিদেশি সিগারেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রোববার (২৩ মার্চ) সকালে হাটহাজারীর আমানবাজার এলাকায় একটি পিকআপ ভ্যান থেকে এসব সিগারেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন শওকত আকবর এবং মো. বাদশা, যাদের বাড়ি রাঙামাটি জেলায়। তাদের গ্রেপ্তার করার পাশাপাশি সিগারেট বহনের জন্য ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সিগারেটগুলো উদ্ধার করা হয়। সিগারেটগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। ভারত থেকে অবৈধভাবে সেগুলো বাংলাদেশে আনা হয়েছিল।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল জানান, সিগারেট উদ্ধারের ঘটনায় হাটহাজারী থানায় মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধার হওয়া সিগারেট ও জব্দ করা পিকআপ ভ্যানটি থানা হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ