ইউকে বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
হেডলাইন

ইয়েমেনের দুই এলাকায় যুক্তরাষ্ট্রের নতুন হামলা

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত ইয়েমেনের দুই এলাকায় নতুন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হুতি বিদ্রোহীদের আল-মাসিরাহ টিভি জানিয়েছে, বৃহস্পতিবার এ হামলা চালানো হয়। এ হামলাকে ‘মার্কিন আগ্রাসন’ হিসেবে দেখা হচ্ছে।

লোহিত সাগরের তীরে অবস্থিত হুদেইদা অঞ্চলে চারটি এবং হুতিদের জন্মভূমি ইয়েমেনের সাহদায় আরেকটি বিমান হামলা করা হয়েছে। অন্যদিকে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তারা ইয়েমেন থেকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র দ্বিতীয়বার আটকাতে সক্ষম হয়েছে।

হুতিদের সূত্র অনুসারে, শনিবার থেকে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি হামলা চালানো হয়েছে। বিশেষ করে হুতিদের শীর্ষ নেতাদের লক্ষ্য করে এক ভারী বোমাবর্ষণে ৫৩ জন নিহত হয়। এর জবাবে, হুতি বিদ্রোহীরা মার্কিন বিমানবাহী ক্রুজ গ্রুপের ওপর হামলা চালায় এবং দুইবার ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘোষণা দেয়।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, হুতিরা গাজায় যুদ্ধ চলাকালে লোহিত সাগরে জাহাজে আক্রমণ করছিল। ফলে গুরুত্বপূর্ণ বাণিজ্যপথটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে তাদের ওপর আক্রমণ করা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ