ইউকে বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
হেডলাইন

মনোহরদীতে ব্রিক ফিল্ডকে দেড় লাখ টাকা জরিমানা

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :যথাযথ কাগজপত্র না থাকায় আজ বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত মনোহরদীতে এক ব্রিক ফিল্ডকে দেড় লাখ টাকা জরিমানা করেছে। উপজেলার বড়চাপা ইউনিয়নের বিআরবি ব্রিকস ফিল্ডে ভ্রাম্যমাণ আদালতের এক অভিযান কার্যক্রমে এ জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি), মনোহরদী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া এ ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন।

এ বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, কাগজপত্রের অভাবে বেআইনিভাবে ব্রিক ফিল্ডটি চলছিলো বলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ পদক্ষেপ গৃহীত হয়েছে। এ সময় প্রসিকিউটর হিসেবে ভ্রাম্যমাণ আদালতকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন পরিবেশ অধিদপ্তর নরসিংদীর পক্ষ থেকে পরিদর্শক সমর কৃষ্ণ দাস।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ