ইউকে বুধবার, ১২ মার্চ ২০২৫
হেডলাইন

মধ্যনগরে আওয়ামী লীগ নেতার প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সুনামগঞ্জের মধ্যনগরে আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে ‘ভূমিদস‍্যু’ চান মিয়া গংদের বিরুদ্ধে জোর করে জমি দখল করার অভিযোগ এনে এর প্রতিবাদ এবং ন্যায় বিচারের দাবিতে সাংবাদিক, প্রশাসন ও‌ উপজেলা নেতৃবৃন্দের কাছে আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে উপজেলার বংশীকুন্ডা (দ:) ইউনিয়নের ৩ নং ওয়ার্ড গড়াকাটা গ্রামের নিজ জায়গাতে সাংবাদিক ও শতাধিক স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আওয়ামী ফ্যাসিস্ট ভূমিদস্যুর কবল থেকে ও অন্যায় ভবে বিভিন্ন মামলা থেকে মুক্তি সহ নিজ জায়গা ভূগ দখলের দাবী জানান ভুক্তভোগী পরিবার।

সরেজমিন ও ভূমির কাগজ পত্র পর্যালোচনা করে জানা যায়,দীর্ঘদিন ধরে আওয়ামী সমর্থক চানমিয়া গং ও ভুক্তভোগী ইসলাম উদ্দিনের(৬০)মধ্যে জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। ভুক্তভোগী ইসলাম উদ্দিন নিরীহ স্বভাবের কারণে প্রতিপক্ষ চানমিয়া গং আওয়ামী প্রভাব বিস্তার করে দীর্ঘদিন ধরে এই জায়গা ভূগ দখল করে আসছে।

দেওয়ানী মোকদ্দমায় ভুক্তভোগী ইসলাম উদ্দিন মামলায় দুইবার, স্থানীয় ও থানাপুলিশের মাধ্যমে রায় ইসলাম উদ্দিনের পক্ষে থাকলেও জোর দখল করে ভূগ করে আসছে চান মিয়া গং।

ভুক্তভোগী মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা (দ:) ইউনিয়নের গড়াকাটা গ্রামের ইসলাম উদ্দিন বলেন, ‘দলিল অনুযায়ী পৈতৃকসূত্রে আমরা (ওয়ারিশ) বর্ণিত জমি ভোগ করে আসতেছি। পৈতৃক সূত্রে জমির মালিক আমরা হলেও তারা আওয়ামী প্রভাবশালী হওয়ায় রেকর্ডে উক্ত জমি চানমিয়া গংদের নামে রেকর্ড হয়। পরবর্তীতে আমরা আদালতে মামলা করলে আদালত আমাদের পক্ষে দুই দুইবার রায় দেন। কোন মূলে রেকর্ড হয় তাদের কাছে ব‍্যাখ্যা চাইলে প্রতিপক্ষ কোনো প্রমাণ দেখাতে পারেনি। পক্ষান্তরে প্রতিপক্ষ আপিল করলে আদালতে সবকিছু বিবেচনা করে মামলাটির রায় আমাদের পক্ষে দেন এবং মামলাটি নিষ্পত্তি করেন।

তিনি আরও বলেন, পরবর্তীতে একই এলাকার চানমিয়া গং আওয়ামী প্রভাব খাটিয়ে জমিটি দাবি করে আসছিল। যা সম্পূর্ণ ভিত্তিহীন।চানমিয়া গং এলাকার চিহ্নিত আওয়ামীলীগের প্রভাবশালী।আওয়ামীলীগ আমলে দলীয় প্রভাব খাটিয়ে ও শিক্ষকতার নাম ভাংগীয়ে এমন জোর দখল করে আমার ভূমি দখল করে আসছে। কিন্তু আমাদের জমি আমরা বাধা দিতে গেলে চানমিয়া গং তার সন্ত্রাস বাহিনী দিয়ে আমাদের ওপর হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে থাকে। আমাদের ওপর হামলা করে তারাই উল্টো প্রভাব খাটিয়ে মিথ‍্যা মামলা দিয়ে হয়রানি করে। আমরা তাদের ক্ষমতার সঙ্গে না পেরে আদালতের দ্বারস্থ হই। পরবর্তীতে আদালত চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত উভয়পক্ষকে স্ব স্ব অবস্থানে থাকার নির্দেশ দেন। কিন্তু ভূমিদস‍্যু চান মিয়া গং আদালতের নির্দেশ অমান্য করে এখন পর্যন্ত ভূমি জোর দখল করে আসছে।আদালত আমার পক্ষে রায় দেওয়ার পরেও জোর দখল করে ভূগ করে আসছে।

তিনি বলেন, এমতাবস্থায় বিভিন্ন সময় ভূমিদস‍্যু চান মিয়া গং আমাকে ও আমার পরিবারসহ ওয়ারিশদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে।
আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মধ্যনগর থানায় লিখিত অভিযোগ করেছি।

বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এবং সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব‍্যবস্থা নিতে অনুরোধ জানান ভুক্তভোগী পরিবার।

এসময় ভুক্তভোগী পরিবারের সদস্যসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ বিষয়ে জানতে চান মিয়া কে একাধিকবার তার মুঠোফোনে কল দিলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) সজীব রহমান বলেন,তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ