
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :হত্যা, নারী নির্যাতন ও সাংবাদিক নির্যাতনের অভিযোগে তিন মামলার আসামি কক্সবাজারের চকরিয়া থানার অফিসার ইনচার্জ মনজুর কাদের ভূঁইয়াকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম।
উল্লেখিত মামলা গুলো সম্প্রতি সময়ে ভুক্তভোগিরা পৃথকভাবে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে দায়ের করেন। আদালত মামলা গুলো আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্ত, সিআইডিসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীকে তদন্তপূর্বক প্রতিবেদনের নির্দেশ দেন।
এছাড়া সম্প্রতি সময়ে সাংবাদিক মনসুর আলম মুন্নাকে কক্সবাজারস্থ তার অফিস থেকে রাতে চকরিয়া থানার ওসি তুলে নিয়ে যায়। পাশাপাশি শারিরীকভাবে নির্যাতন চালিয়ে চাঁদাবাজি মামলায় আদালতে চালান করেন। এই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগী সাংবাদিক মনসুর আলম মুন্না। পাশাপাশি তার বিরুদ্ধে পৃথক কয়েকটি মামলা হওয়ার বিষয়ও উপস্থাপন করে।
এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা উপরোক্ত কথার সত্যা জানতে চান কক্সবাজার ভারপ্রাপ্ত পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, মো. শাকিল আহমেদ, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এর কাছে। পুলিশ সুপার ঘটনার সত্যতা নিশ্চিত করার পর স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রামের ডিআইজিকে ফোন করেন এবং ওসিকে আজকের দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ দেন।
শনিবার (১ মার্চ) সকালে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই আদেশ দেন।
এদিকে উপরোক্ত বিষয়ে জানার জন্য চট্রগ্রাম রেঞ্জের এডিশনাল ডিআইজি(ক্রাইম) ওয়াহিদুল হক চেীধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, স্বরাষ্ট্র উপদেষ্টা স্যারের নির্দেশে চকরিয়া থানার ওসি মনজুরুল কাদের ভূঁইয়াকে প্রত্যাহারের প্রক্রিয়া চলছে। আজকের মধ্যেই তাকে চকরিয়া থানা থেকে প্রত্যাহার করে নেয়া হবে।