
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :২০৫ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে গণতান্ত্রিক ছাত্রসংসদ। এতে ঠাঁই পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। বেসরকারি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও রাখা হয়েছে কমিটিতে।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আত্মপ্রাকশ ঘিরে বুধবারের ঘটনা পরিকল্পিত কি না, তা খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে নতুন এই সংগঠন।
আবু বাকের মজুমদার জানান, তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিতে তাহমীদ আল মুদাসসির চৌধুরী, তৌহিদ সিয়াম ও নাঈম রয়েছেন। সাত কর্ম দিবসের মধ্যে এই তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দেবে। গতকালের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কমিটিতে রিফাত রশীদ নেই বলে জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়, তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
গত বুধবার কমিটি নিয়ে হাতাহাতির ঘটনায় দুঃখ প্রকাশ করে বাকের মজুমদার বলেন, ‘গতকাল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হোক এটা আমরা চাই না।’
তিনি আরও বলেন, ‘পূর্ণাঙ্গ কমিটিতে শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্ম-বর্ণ নির্বিশেষে সদস্যদের রাখা হয়েছে। গত বুধবার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য তা প্রকাশ করতে পারিনি।’
নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের’ আহ্বায়ক কমিটিতে হাজার হাজার লোক রাখা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক আবু বাকের মজুমদার।