ইউকে শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫
হেডলাইন

স্কুলের সভাপতি হতে প্রধান শিক্ষকের বাড়িতে হামলা-ভাংচুর

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :মনোহরদীতে হাইস্কুলের সভাপতি পদে নামের প্রস্তাব দিতে ক্যান্সার আক্রান্ত প্রধান শিক্ষকের গ্রামের বাড়িতে তিন দফা হামলার ঘটনা ঘটেছে। সেখানে গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে তার বাড়িতে ৫টি পটকার বিস্ফোরণ ঘটানো হয় এবং ঘটনাস্থল থেকে ১১টি অবিস্ফোরিত পটকা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের পক্ষ থেকে মানববন্ধনও করা হয়েছে।

মনোহরদীর চন্দবাড়ী এসএ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি পদে নাম প্রস্তাবের দাবিতে ক্যান্সার আক্রান্ত প্রধান শিক্ষকের গ্রামের বাড়িতে তিনদফা হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ মিলেছে। গতরাত ১টার দিকে তার বাড়িতে ৫টি পটকার বিস্ফোরণ ঘটনা হয়। সেখান থেকে ১১টি পটকা অবিস্ফোরিত ও পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয় বলে বাড়ির লোকজন জানান।

স্কুলের প্রধান শিক্ষক রমিজ উদ্দীন আকন্দ জানান, স্কুল গভর্নিং বডির কমিটিতে সভাপতি পদে নাম প্রস্তাব করতে বিপ্লব নামের এক নেতা নানাভাবে তার ওপর চাপ সৃষ্টি ও হুমকি প্রদান করে আসছিলেন। এ পরিস্থিতিতে গত সোমবার রাতে একদল মোটরসাইকেলআরোহী যুবক তার বাড়ির জানালার কাঁচ ভাংচুর করে। এরআগেও তার বাড়িতে আরেক দফা চড়াও হয় তারা। সবশেষ বুধবার দিবাগত মধ্যরাতে তার বাড়ির দরজার সামনে প্রচণ্ড শব্দে ৫টি পটকার বিস্ফোরণ ঘটানো হয়। পরে গ্রামবাসী চারদিক থেকে ছুটে এলে ১১টি অবিস্ফোরিত পটকা ফেলে তারা পালিয়ে যায়।

প্রধান শিক্ষক রমিজ উদ্দীন আকন্দ ও তার পরিবারের লোকজন জানান, আক্রমণকারীরা চলে যাওয়ার পর রাতের বেলা ঘরের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় এ ককটেলগুলো পাওয়া গেছে।

মনোহরদী থানার ওসি মোহাম্মদ আব্দুল জব্বার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আর রাতে বিস্ফোরিত জিনিসগুলো ককটেল নয়, পটকা বলে মনে হচ্ছে। এদিকে, ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে আজ দুপুরে মনোহরদী উপজেলা পরিষদের সামনে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ