ইউকে শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
হেডলাইন

মাধবপুরে ভারতীয় নাগরিকসহ ৫ নারী আটক

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :হবিগঞ্জের মাধবপুরের সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে প্রবেশের অভিযোগে এক ভারতীয় ও চার বাংলাদেশী নাগরিকসহ পাঁচ নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৬টায় মাধবপুর উপজেলায় হরষপুর বিওপির টহলদল রাজেন্দ্রপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যাওয়ার সময় তাদের আটক করা হয়েছে।

তারা হলেন চট্রগাম রাউজান উপজেলা শহরের স্বপ্না ধর (৫৫), একই এলাকার মুক্তা রানি দাস (৩৭), বর্ষা ধর (২৩), প্রিয়া দে (৩০) ও ভারতের আসামশীল চরের কৃষ্ণা দে (৪৭)।

বিজিবি জানায় আটককৃতরা মানবপাচারকারীর দালাল এর মাধ্যমে টাকার বিনিময়ে ভারতের আসামে আত্মীয়ের বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে যাওয়ার সময় বুধবার সকালে হরষপুর বিওপির টহল দলের হাতে আটক করেন।আটককৃত ব্যক্তিদের নিকট হতে এন্ড্রয়েড মোবাইল ফোন ৩ টি এবং বাটন মোবাইল ফোন ১টি পাওয়া গেছে ভারতীয় নাগরিক বিজিবির জিজ্ঞাসাবাদে জানায় ১ মাস পূর্বে আসাম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে চট্রগামে আত্বীয়ের বাড়িতে অবস্থান করেন।

২৫ বিজিবি সরাইল অধিনায়ক লেঃকর্নেল ফারাহ ইমতিয়াজ জানান, অনুপ্রবেশকারী বাংলাদেশী ও ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা করে থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ