ইউকে রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
হেডলাইন

অপারেশন ডেভিল হান্ট: সারাদেশে আরও ৫৩২ জন গ্রেপ্তার

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :যৌথবাহিনী পরিচালিত অপারেশন ডেভিল হান্টে গত একদিনে ৫৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার বিকালে পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য অপরাধে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত ১ হাজার ৫৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে ৫৩২ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে ১ হাজার ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে বিদেশি ‍পিস্তল, ম্যাগজিন, স্টিলের চাপাতি, স্টিলের জং ধরা ছুরি ও স্টিলের কিরিচ একটি করে এবং দুটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

গত ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলা চালায় পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে।

এর আগে মঙ্গলবার অপারেশন ডেভিল হান্টে ৫০৬ জনকে গ্রেপ্তার করা হয়। একইদিন অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয় আরও এক হাজার ১৪১ জনকে।

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গত ৮ ফেব্রুয়ারি সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ