ইউকে শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫
হেডলাইন

এবার ৭০০ টন খেজুর উপহার দিচ্ছে সৌদি আরব

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে এবার বিশ্বের ১০২টি দেশে ৭০০টন খেজুর পাঠাবে সৌদি আরব। যা গত বছরের তুলনায় প্রায় ২০০ টন খেজুর বেশি পাঠানো হবে।

দেশটির পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধায়কের পক্ষ থেকে উপহার কর্মসূচির অংশ হিসেবে এসব খেজুর দেয়া হবে।

বিশ্বের ১০২টি দেশে অবস্থিত সৌদি দূতাবাসের কাছে ইসলামি সম্পর্কিত মন্ত্রণালয় থেকে খেজুরগুলো পাঠানো হবে।

সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামিক সম্পর্কিত মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল শেখ পবিত্র রমজান উপলক্ষে একাধিক মুসলিম দেশে বিশেষ নজর দেয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।

এছাড়া মুসলিম দেশগুলোতে ইসলামি মূল্যবোধ ও আদর্শ বাস্তবায়নসহ চরমপন্থা, ঘৃণা এবং উগ্রপন্থা মোকাবিলায় সৌদি কর্তৃপক্ষে অব্যাহত সমর্থনের কথা উল্লেখ করেন মন্ত্রী।

পবিত্র রমজানকে কেন্দ্র করে এসব দেশে জাহাজে করে খেজুর পাঠানোর যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। যাতে রমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই এগুলো বিতরণ করা যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ