ইউকে বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
হেডলাইন

যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধীদের বিক্ষোভ

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নেয়ার দিন দেশটির বিভিন্ন স্থানে ট্রাম্পবিরোধী বিক্ষোভ করেন অনেক মানুষ। নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি ছাড়া লস অ্যাঞ্জেলেসেও বিক্ষোভের খবর পাওয়া গেছে। খবর বিবিসির।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ট্রাম্প-বিরোধী বিক্ষোভ হয়েছে।

ট্রাম্পবিরোধী বিক্ষোভকারীরা ট্রাম্পের অভিষেকের সঙ্গে সঙ্গে নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেসে সমবেত হন। বিবিসি জানিয়েছে, বিক্ষোভকারীরা নিউ ইয়র্কের ওয়াশিংটন স্কয়ার পার্কে বিক্ষোভ করছেন।

অন্যদিকে শিকাগোর ট্রাম্প টাওয়ার অতিক্রম করছে বিক্ষোভকারীরা। ওয়াশিংটন ডিসিতেও বিক্ষোভ মিছিল দেখা গেছে। এ ছাড়া লস অ্যাঞ্জেলেসের সিটি হলের বাইরে ট্রাম্প-বিরোধী সমাবেশ হচ্ছে।

নিজের প্রথম ভাষণে ট্রাম্প বলেছেন, ওই আদেশও বাতিল হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ