ইউকে শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫
হেডলাইন

হবিগঞ্জে বিল দখল নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত শতাধিক

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :হবিগঞ্জের লাখাইয়ে বিল দখল নিয়ে রাতের আধাঁরে টর্চ জ্বালিয়ে দুই পক্ষের মধ্যে তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের নারী-শিশুসহ অন্তত শতাধিক লোক আহত হয়েছেন।

গুরুতর আহত অবস্থায় চারজনকে সিলেট এবং অন্তত ৩০ জনকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার স্বজন গ্রামের পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ সংঘর্ষ শুরু হয়ে চলে রাত ৯টা পর্যন্ত।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় কাঞ্জা বিল নিয়ে লাখাই ইউপি চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারিছ মিয়ার মধ্যে বিরোধ সৃষ্টি হয়। তাদের পক্ষ নিয়ে গ্রামের লোকজন দুইভাগে বিভক্ত হয়ে যায়।

বুধবার সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্র ও টর্চলাইট নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় রাতের আধাঁরে প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। এতে উভয়পক্ষের নারী-শিশুসহ অন্তত শতাধিক লোক আহত হন।

খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে রাত ৯টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণ করে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী বলেন, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ