ইউকে বাংলা অনলাইন ডেস্ক :চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এ রানের ফুলঝুড়ি যেন থামছেই না। যে টুর্নামেন্টে একসময় ১৩০-১৪০ রানও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোর হিসেবে ধরা হতো, সেখানে এখন ২০০ রান করেও জয় নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। বোলারদের জন্য চ্যালেঞ্জ আরও কঠিন হয়ে উঠছে, আর তার অন্যতম কারণ ছোট বাউন্ডারি।
ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালও বিষয়টি স্বীকার করেছেন। গতকাল দুর্বার রাজশাহীর বিপক্ষে ৪৮ বলে ৮৬ রানের বিধ্বংসী ইনিংস খেলার পর ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবেই বললেন—বাউন্ডারি আরও বড় হওয়া উচিত।
এবারের বিপিএলে শুরু থেকেই রান উঠছে প্রচুর। ঢাকা পর্বে চট্টগ্রাম কিংসের করা ২১৯ রান ছিল মিরপুরের ইতিহাসে সর্বোচ্চ। এরপর সিলেট পর্বের প্রথম ম্যাচেই সিলেট স্ট্রাইকার্সের ২০৫ রানের বড় সংগ্রহ রংপুর রাইডার্স ৮ উইকেট হাতে রেখে তাড়া করে ফেলেছে! রাজশাহীর ১৬৮ রান বরিশালের বিপক্ষে মোটেও প্রতিদ্বন্দ্বিতার মতো হয়নি।
উইকেটের মান, ব্যাটারদের আগ্রাসী মনোভাব এবং ছোট বাউন্ডারির কারণেই বিপিএলে রানের উৎসব লেগে আছে। ম্যাচ শেষে তাই বোলারদের কথা ভেবে বাউন্ডারি বড় করার অনুরোধ করেছেন তামিম।
ম্যাচসেরার পুরস্কার হাতে নিয়ে তামিম বলেন, ‘মাঠ দারুণভাবে প্রস্তুত করা হয়েছে, তবে বাউন্ডারি আরও বড় হওয়া উচিত। যখন আপনার কাছে পর্যাপ্ত জায়গা রয়েছে, তখন ৫৮-৬০ মিটার বাউন্ডারি রাখার কোনো মানে নেই। আন্তর্জাতিক ক্রিকেটে সাধারণত বাউন্ডারি ৬৫-৭০ মিটার হয়, যা বোলারদের জন্য কিছুটা সুবিধা দেয়। এখনকার উইকেট ব্যাটারদের জন্য দারুণ, কিন্তু বোলারদের জন্য খুবই কঠিন।’
বরিশাল অধিনায়ক আরও বলেন, ‘কিউরেটরদের কৃতিত্ব দিতেই হবে, তারা দারুণ উইকেট তৈরি করেছে। কিন্তু যেহেতু মাঠে জায়গা আছে, তাই বাউন্ডারিও বড় করা উচিত। এই মুহূর্তে বোলারদের জন্য কোনো সুযোগই নেই। আশা করি, কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে।’
এখন পর্যন্ত বিপিএলে তিনটি ম্যাচ খেলেছে ফরচুন বরিশাল, যার মধ্যে দুটি ম্যাচেই জয় পেয়েছে তারা। আজ দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে তামিমের দল। রানের এই ফোয়ারার মাঝে তার দাবি কতটা গুরুত্ব পায়, সেটাই এখন দেখার বিষয়।