ইউকে বাংলা অনলাইন ডেস্ক :ভারতের কংগ্রেস দলীয় সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের শেষকৃত্য পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানী নয়া দিল্লির নিগমবোধ ঘাট শশ্মানে শেষকৃত্য সম্পন্ন হয়।
এ সময় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিরোধীদল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীসহ অনেক রাজনীতিবিদ এই অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত ছিলেন।
পূর্ব পরিকল্পনা অনুযায়ী, মনমোহন সিংয়ের মরদেহ প্রথমে নয়া দিল্লিতে কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালায়ে নিয়ে যাওয়া হয়। সেখানেই সাধারণ মানুষ ভারতের প্রয়াত এই সাবেক প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানান।
এর আগে ভারতের কংগ্রেস দলীয় এই সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনসহ দলের সমস্ত আনুষ্ঠানিক কর্মসূচি আগামী সাত দিনের জন্য স্থগিত করেছে কংগ্রেস। এছাড়া ড. সিংয়ের মৃত্যুতে শ্রদ্ধা জানাতে দেশজুড়ে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এই সময়টিতে ভারতজুড়ে দেশটির জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
প্রসঙ্গত, মনমোহন সিং ৯২ বছর বয়সে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় বৃহস্পতিবার রাতে মারা যান। গত কয়েক মাস ধরেই তার শরীর খারাপ যাচ্ছিল। ‘ভারতের অর্থনৈতিক সংস্কারের স্থপতি’ হিসাবে পরিচিত মনমোহন ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স সরকারের দুই মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন।