ইউকে বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
হেডলাইন

উত্তরার রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর রাজধানীর উত্তরার লাভলীন রেস্তোরাঁয় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার দুপুরে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দুপুর ২টা ২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের সবশেষ তথ্য অনুযায়ী, ভবনটি থেকে এখন পর্যন্ত সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এর আগে, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে উত্তরা ১২ নম্বর সেক্টরে লাভলীন রেস্তোরাঁয় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথমে ৮ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সর্বমোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ছয়তলা ভবনের নিচতলায় লাভলীন রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার পর পুরো ভবন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

তবে কী কারণে আগুন লেগেছে এবং এতে কোনো হতাহতের ঘটনা আছে কি না, তা নিয়ে তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ