
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :ফেনীতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের চোচনা এলাকার সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে। সোমবার (১৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা।
মৃতের নাম সাবিনা ইয়াসমিন (৩৩)। তিনি সদর উপজেলার শর্শদির চোচনা এলাকার সৌদি প্রবাসী মহসিন উল্লাহ মামুনের স্ত্রী ও ফুলগাজীর মুন্সিরহাট ইউনিয়নের মো. আজমীরের মেয়ে।
গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজনের দাবি, শাশুড়ির সঙ্গে ঝগড়া করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন সাবিনা। অন্যদিকে সাবিনার মায়ের দাবি তার মেয়েকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।