ইউকে রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
হেডলাইন

সুন্দরবনে মাঝরাতে পর্যটক অসুস্থ, ছুটে গেল কোস্ট গার্ড

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সুন্দরবনের কটকায় পর্যটকবাহী জাহাজে অসুস্থ যাত্রীর চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রোববার (১৫ ডিসেম্বর) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মানবতার সেবায় বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। গত ১৩ ডিসেম্বর একটি পর্যটক দল ‘এমভি দি ক্রাউন’ নামক জাহাজে খুলনা থেকে সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে বের হয়। তারপর ১৪ ডিসেম্বর মধ্যরাতে কটকায় অবস্থানকালে জাহাজে অবস্থানরত যাত্রী রহিমা আক্তারের (স্বামী ডা. ফেরদৌস রহমান সরকার, স্বাস্থ্য অধিদপ্তর) শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। জাহাজ কর্তৃপক্ষ বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে চিকিৎসা সহায়তার অনুরোধ করলে তাৎক্ষণিকভাবে সমুদ্রে অবস্থানরত বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ নোয়াখালী থেকে একটি মেডিকেল টিম, প্রয়োজনীয় ঔষধ ও অক্সিজেন সিলিন্ডারসহ ওই পর্যটকবাহী জাহাজে যায়। মেডিকেল টিমের চিকিৎসা সহায়তায় রোগী স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এতে পর্যটক এবং জাহাজ কর্তৃপক্ষের মাঝে স্বস্তি ফিরে আসে এবং সবাই বাংলাদেশ কোস্ট গার্ডের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে।

মুনিফ তকি বলেন, ট্যুরিস্ট সিজনে সাধারণত এ ধরনের জাহাজগুলো সমুদ্র তীরবর্তী সুন্দরবনের গহিন এলাকায় যায়। ওই এলাকাগুলোয় যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দুর্গম এবং জরুরি চিকিৎসাসেবা দেওয়া অত্যন্ত দুরূহ বিষয়।

তিনি আরও বলেন, জনগণের সেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত ছিল এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ