ইউকে বাংলা অনলাইন ডেস্ক :মৌলভীবাজারের নিষিদ্ধ সাকার মাছের ঝুড়ি ফেলে পালিয়েছে বিক্রেতা।
মঙ্গলবার রাতে শ্রীমঙ্গল শহরের পোস্টঅফিস রোডে সড়কের পাশে মাছের ঝুড়িটি দেখতে পেয়ে উপজেলা মৎস্য অফিসে ফোন করে বিষয়টি জানান সাংবাদিক নূর মোহাম্মদ সাগর। খবর পেয়ে মৎস্য অফিসের কর্মকর্তারা এসে নিশ্চিত করেন এগুলো নিষিদ্ধ সাকার মাছ। মাছগুলো জব্দ করে মৎস্য অফিসে নিয়ে আসা হয়।
পোস্ট অফিস সড়কের পাশের গলিতে কর্তব্যরত নৈশপ্রহরী বিজয় বলেন, গতকাল বিকেলে প্লাস্টিকের ক্যারেটসহ কেউ এখানে মাছগুলো ফেলে গেছেন। রাতে সব দোকান বন্ধ হওয়ার পরই সবার নজরে আসে মাছগুলো। পরে সবাই ভিড় জমান।
শ্রীমঙ্গল উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় জানান, খবর পেয়ে মৎস্য অফিসের লোকজন পাঠিয়ে মাছগুলো জব্দ করা হয়েছে। এগুলো মাটিচাপা দেওয়া হবে। সাকার মাছ দেশে নিষিদ্ধ। এই মাছ দেশি প্রজাতির মাছের ডিম ও রেণু খেয়ে মাছের বংশবিস্তারে প্রতিবদ্ধকতা সৃষ্টি করে। এ প্রজাতির মাছ যেকোনো পরিবেশে বাঁচতে পারে ও দ্রুত বংশবৃদ্ধির কারণে দেশি প্রজাতির মাছের সঙ্গে খাদ্য ও বাসস্থান নিয়ে প্রতিযোগিতা করে। মাছটি খাওয়াও যায় না।