ইউকে বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
হেডলাইন

শিক্ষার্থী হত্যা মামলায় ফের ৩ দিনের রিমান্ডে পলক

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :শাহবাগ থানার শিক্ষার্থী মানিক মিয়া হত্যা মামলায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার (৯ ডিসেম্বর) সকালে তাকে আদালতে হাজির করা হয়। পরে তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করলে আসামির শারীরিক অবস্থা বিবেচনায় তার আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী তাদের রিমান্ডের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জানান, সোমবার সকালে তাকে ঢাকার সিএমএম আদালতে আনা হয়। পরে সাত দিনের পুলিশি জিজ্ঞাসাবাদের (রিমান্ড) আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। এসময় শারীরিক অবস্থা বিবেচনায় রিমান্ড বাতিলের আবেদন করেন পলকের আইনজীবীরা। পরে দুই পক্ষের শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন বিচারক।

তিনি জানান, একই আদালতে পল্টন থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক সচিব শাহ কামালকে দুই দিনের রিমান্ড আদেশ দেয়া হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ