ইউকে বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
হেডলাইন

জিংক সমৃদ্ধ ধান চাষ প্রদর্শনী প্লটের জন্য কৃষকদের ওয়ার্ল্ড ভিশনের বীজ বিতরণ

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :জিংক সমৃদ্ধ ধান চাষ প্রদর্শনী প্লটের জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বিকেলে গোয়াইনঘাট কৃষি অফিসের সহযোগিতায় ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এপির আয়োজনে ব্রি-ধান-১০০ জাতের ৭০ জন কৃষকদের মাঝে ৫ কেজি করে বীজ বিতরণ করা হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদশ গোয়াইনঘাট এপি অফিস প্রাঙ্গনে প্রোগ্রাম অফিসার ঝলমল মারিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদশের গোয়াইনঘাট এপি’র ম্যানেজার শেলি তেরেজা কস্তা, গোয়াইনঘাটের উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদশের গোয়াইনঘাট এপি’র পোগ্রাম অফিসার শহীদুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মিনহাজ মির্জা, সদস্য সাইদুল ইসলাম প্রমু্খ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা, জিংক ধানের চাষাবাদ পদ্ধতি, উপকারিতা, মানবদেহে জিংকের প্রয়োজনীয়তা ও তার গুরুত্ব, ধানের বীজ উৎপাদনসহ নানা বিষয়ে আলোচনা করেন। একই সাথে কৃষকদের জিংক সমৃদ্ধ ধান বেশি বেশি করে চাষ করার অনুরোধ করেন। এ ধানের উৎপাদন বারলে ও এই ধানের চালের ভাত খেলে মানুষের শরীরে দৈনন্দিন জিংক এর চাহিদা ও ঘাটতি পূরণ হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ