ইউকে বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
হেডলাইন

সংস্কার নিয়ে কারও চিন্তা করার দরকার নেই: আমীর খসরু

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সংস্কার নিয়ে কারও চিন্তা করার দরকার নেই মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন করবে এবং প্রস্তাবিত ৩১ দফাও বাস্তবায়ন করবে।

শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে গণফোরামের সপ্তম জাতীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

খসরু বলেন, দেশকে নানা কায়দায় অস্থিতিশীল করার চেষ্টা চলছে। যে ঐক্যে ফ্যাসিস্টদের বিতারিত করা হয়েছে সেই ঐক্য ধরে রাখতে হবে। ধর্মের নামে যেসকল ঘটনা ঘটছে, সেগুলো আসল কি না দেখতে হবে। আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। ঐক্যবদ্ধ জাতি, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটাই চিন্তা আগামী দিনের বাংলাদেশ কেমন হবে।

বিএনপির এই নেতা বলেন, পতিত স্বৈরাচারের দোসররা বাংলাদেশে বিভিন্নভাবে তাদের কার্যক্রম শুরু করেছে। কখনও আনসার বিদ্রোহ, কখনও সংখ্যালঘু, কখনও অটোরিকশার মাধ্যমে। প্রতিনিয়ত বিভিন্ন মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা চলছে। আজকে কিন্তু আমাদের ঐক্যকে অটুট রাখতে হবে।

তিনি বলেন, নির্বাচনের আগে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনী সংস্কারসহ প্রয়োজনীয় অন্যান্য সংস্কার শেষে অতিদ্রুত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে।

ড. কামাল হোসেনের সভাপতিত্বে সিপিবির সাবেক সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম, জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিপ্লবী গণতন্ত্রী পার্টির সভাপতি সাইফুল হক, গণফোরাম নেতা মোস্তফা হোসেন মন্টু বক্তব্য রাখেন। সম্মেলন উদ্বোধন করেন শহিদুল ইসলাম ভূঁইয়া।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ