ইউকে সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
হেডলাইন

ঢাকায় আজ মঞ্চ মাতাবেন আতিফ আসলাম

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম ঢাকার মঞ্চ মাতাবেন আজ। শুক্রবার (২৯ নভেম্বর) রাতে আর্মি স্টেডিয়ামে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টে গাইবেন তিনি। এ শিল্পী বাংলাদেশে আগেও অনেকবার এসেছেন। তারই ধারাবাহিকতায় আবারও বাংলাদেশি শ্রোতাদের গান শোনাবেন তিনি। এতে আতিফ আসলাম ছাড়াও গাইবেন তাহসান খানসহ বাংলাদেশের আরও একাধিক সংগীতশিল্পী।

এদিকে নিরাপত্তাজনিত কারণে এর আগে বেশ কয়েকটি ওপেনএয়ার কনসার্ট বাতিল করা হয়েছিল। তাই আতিফের কনসার্টও বাতিল হতে পারে, এ নিয়েও শঙ্কা ছিল। সে শঙ্কা কিছুদিন আগেই দূর করেছে আয়োজক কমিটি। বিকাল ৫টা থেকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে কনসার্টটি।

আয়োজকরা জানিয়েছেন, দর্শকের জন্য গেট খুলে দেয়া হবে বেলা ১টায়।

প্রসঙ্গত, সর্বশেষ গত এপ্রিলে ঢাকায় ‘লেটস ভাইভ আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল’ শিরোনামের কনসার্টে দর্শকদের গান শুনিয়েছেন আতিফ আসলাম। ২০০৩ সালে ব্যান্ড ‘জল’-এর হয়ে পেশাদার সংগীতজীবন শুরু করেন তিনি। গানের পাশাপাশি আতিফ অভিনয় করেন। ২০১১ সালে তিনি পাকিস্তানি ‘বোল’ সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ