ইউকে বাংলা অনলাইন ডেস্ক :শায়েস্তাগঞ্জে ভারতীয় উগ্রবাদী সংগঠন ইসকন কর্তৃক যৌথবাহিনীর ওপর হামলা, দেশবিরোধী ষড়যন্ত্র ও ইসকন সন্ত্রাসীদের হামলায় চট্টগ্রামে এড. সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে এবং উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মাগরিবের নামাজের পরে শায়েস্তাগঞ্জ রেল পার্কিং থেকে এ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে সভা অনুষ্ঠিত হয়। মিছিলে ইসকন বিরোধী স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। শায়েস্তাগঞ্জ ছাত্র-জনতার আয়োজনে এ মিছিলের নেতৃত্ব দেন হাফেজ আল আমিন।
সভায় বক্তারা বলেন চট্টগ্রামে এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যাকারীদের গ্রেপ্তারের মাধ্যমে সঠিক বিচার করতে হবে। বাংলাদেশ থেকে ইসকনকে দ্রুত নিষিদ্ধ ষোঘণা করা হোক। অন্যথায় শায়েস্তাগঞ্জ থেকে লং মার্চের ডাক দেওয়া হবে। এ মিছিলকে ঘিরে শহরে পুলিশের অবস্থান জোরদার ছিল।