ইউকে শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
হেডলাইন

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে ইসি: আমীর খসরু

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন নির্বাচন কমিশন (ইসি) জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে।

রোববার (২৪ নভেম্বর) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে বৈঠকে শেষে তিনি এসব কথা বলেন।

আন্তর্জাতিকভাবে রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্ক কাজ করতে চায় বলে জানান আমীর খসরু। তিনি বলেন, বিগত তিন মাসে সাংস্কৃতিক লেনদেন, চিকিৎসা, পর্যটন, ব্যবসা-বাণিজ্য খাতে যথেষ্ট অগ্রগতি হয়েছে।

এর আগে বিকেল ৪টায় বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে বৈঠকে বসে বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ