
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ফৌজদারীসহ নিয়মিত মামলায় ৭ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার রাতে থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আসামীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন-উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে অনন্ত গোলাম আলীপুর গ্রামের মৃত নূর উল্লার ছেলে কাজল মিয়া (৫০) ও ছুনু মিয়া (৪০), আফজাল মিয়ার ছেলে শাহিনুর মিয়া (২৫), কাজল মিয়ার ছেলে আলমগীর মিয়া (৩০), মারফত মিয়ার ছেলে ইসলাম উদ্দিন (২৫), আব্দুন নূরের ছেলে দিদার আলম (২০ ও আব্দুন নূরের স্ত্রী শারবান বেগম (৪০)।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের আজ রবিবার (২৪ নভেম্বর) যথাযথ পুলিশ পাহারায় সুনামগঞ্জে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।