ইউকে বাংলা অনলাইন ডেস্ক :বগুড়ার শাজাহানপুর-শিবগঞ্জে হত্যা ও নাশকতার মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম ও শিবগঞ্জ থানা ওসি আব্দুল হান্নান বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছামছুল হক ফকির (৫২) ও শিবগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম চৌধুরী লিটন।
ছামছুল হক ফকির শাজাহানপুর উপজেলা খরনা ওমরদিঘি গ্রামের ছনি ফকিরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে খরনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে বগুড়া আলতাফুননেছা খেলার মাঠ এলাকা থেকে যৌথবাহিনী অভিযান চালিয়ে ছামছুল হক ফকিরকে গ্রেপ্তার করে। পরে রাতে তাকে শাজাহানপুর থানায় হস্তান্তর করেন। তিনি যুবদল নেতা ফোরকান হত্যা মামলার ৬০নং এজাহারভুক্ত আসামি।
শিবগঞ্জ থানা ওসি আব্দুল হান্নান জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার মোকামতলা বন্দর এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম চৌধুরী লিটনকে (৪২) গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে হত্যা ও নাশকতার ৩টি মামলায় রয়েছে। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।