ইউকে সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
হেডলাইন

লাথিতে আহত কোচ মরিনহো

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :ফুটবলারের লাথিতে আহত হয়েছেন ফেনারবাচের কোচ হোস মরিনহো। গতকাল বৃহ্স্পতিবার তুর্কি ক্লাবটির অনুশীলন চলাকালে এই ঘ্টনা ঘটে।

তুরস্কের প্রধান ক্লাব প্রতিযোগিতা সুপার লিগে আগামী রোববারের ম্যাচের আগে অনুশীলন করছিলেন ফেনারবাচের ফুটবলাররা। ওই সময় শিষ্যদের মাঝে ছিলেন কোচ মরিনহো। এক পর্যায়ে মিডফিল্ডার ইসমাইল ইয়ুকসেকের পায়ের আঘাতে মাটিতে পড়ে যান কোচ।

বল পায়ে জড়ানোর জন্য দৌড় দিচ্ছিলেন ইউসুফ। কিন্তু অনিচ্ছাকৃত নিজের গুরুতে ধাক্কা দেন তিনি।

মাটিতে পড়ে ব্যথায় গড়াগড়ি দিতে দেখা যায় মরিনহোকে। চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক কোচকে পরে সহায়তা করতে আসেন খেলোয়াড়রা। এরপর দ্রুত গতিতে মাঠে প্রবেশ করতে দেখা যায় মেডিকেল স্টাফদেরও। তাদের সাহায্যে খুঁড়িয়ে মাঠ ছাড়েন মরিনহো।মজা করে এই ঘটনার একটি অংশের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেন মরিনহো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ