ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সেনাদের নিশানা করে এ হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় বুধবার (৩০ অক্টোবর) আল-আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে সিরিয়ায় বিমান হামলায় ৩৫ জন আইএসআইএস সদস্য নিহত হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সিরিয়ার মরুভূমিতে আইএসআইএসের একাধিক অবস্থানে হামলা চালানো হয়েছে। হামলায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত এ জঙ্গিগোষ্ঠীর একাধিক সিনিয়র নেতাকে নিশানা করা হয়েছে।
সেন্টকম জানিয়েছে, গত সোমবার (২৮ অক্টোবর) পরিচালিত হামলায় কোনো বেসামরিক লোক হতাহত হয়নি।
এতে বলা হয়েছে, মার্কিন বাহিনীর এ হামলা আইএসআইএসের পরিকল্পনা, সংগঠিত এবং বেসামরিক নাগরিকদের পাশাপাশি মার্কিন মিত্র এবং অংশীদারদের বিরুদ্ধে পুরো অঞ্চলে এবং এর বাইরে হামলা চালানোর ক্ষমতাকে ব্যাহত করবে।
আল আরাবিয়া জানিয়েছে, আইএসের বিরুদ্ধে আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে সিরিয়ায় মার্কিন সেনাবাহিনীর প্রায় ৯০০ সেনা রয়েছে। জোটটি ২০১৪ সালে ইরাক এবং সিরিয়ার বিস্তীর্ণ অংশ দখলকারী চরমপন্থিদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।