ইউকে শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫
হেডলাইন

নবীগঞ্জ পৌর যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিনামুল্যে ঔষধ বিতরণ

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :নবীগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নবীগঞ্জ পৌর যুবদলের আহব্বায়ক মোঃ আলমগীর মিয়ার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছে।

রবিবার বেলা ১০টার দিকে নবীগঞ্জ জে.কে উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ফ্রি মেডিকেল টিমে ২ জন চিকিৎসক প্রায় ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও বিনামূল্যে ঔষুধের সেবা প্রদান করেন।

নবীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আল আমিন ও রায়হানুল বারীর যৌথ পরিচালনায় এবং পৌর যুবদলের আহবায়ক মোঃ আলমগীর মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহব্বায়ক সরফরাজ চৌধুরী, যুগ্ম আহব্বায়ক মজিদুল করিম মজিদ, পৌর বিএনপি যুগ্ম আহব্বায়ক অরবিন্দু রায়,যুগ্ম আহব্বায়ক নুরুল আমিন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আওতাদ হোসেন, বিএনপি নেতা বিশিষ্ট সমাজ সেবক শাহ ছালিক মিয়া, উপজেলা যুবদলের ১ম যুগ্ম আহব্বায়ক জয়নাল আবেদীন, যুগ্ম আহব্বায়ক শাহ লিমন আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মুহিবুর রহমান, শাহ হোসাইন আলী, মাসুক মিয়া, মহিলা নেত্রী শ্যামেলা বেগম, যুবদল নেতা মনিরুজ্জামান চৌধুরী, আবুল খায়ের টিসা, বিলু মিয়া, জাকির হোসেন, জাহাঙ্গীর মিয়া, জুবায়ের আহমদ,হৃদয় আহমদ, হাসান চৌধুরী, ফুল মিয়া, রুবেল আহমদ ইকবাল হোসেন, আবু মিয়া, আনোয়ার হোসেন, জাহাঙ্গীর মিয়া (২), বুলবুল আহমদ প্রমুখ। সার্বিক সহযোগীতা করার জন্য যুক্তরাষ্ট্র শিকাগো বিএনপির সভাপতি নবীগঞ্জ-বাহুবলের বিএনপির মনোনয়ন প্রতাশী শাহ মোজ্জামেল নান্টু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বর্তমান যুগ্ম আহব্বায়ক নাজমুল ইসলাম, লন্ডন প্রবাসী বিএনপি নেতা সাংবাদিক জাবেদ হোসাইন, ফ্রান্স প্রবাসী যুবদল নেতা মোঃ দিলু মিয়া তালুকদার ফ্রী মেডিকেল ক্যাম্পে ঔষধ দিয়ে সহযোগীতা করায় নবীগঞ্জ পৌর যুবদলের আহব্বায়ক মোঃ আলমগীর মিয়াসহ সকল যুবদল নেতৃবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচি শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান যুবদলের নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ