ইউকে বাংলা অনলাইন ডেস্ক :ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৩ অক্টোবর) রাতে রাজধানীর পরীবাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ছাত্রলীগ নেতার নাম ইয়াজ আল রিয়াদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু হল শাখার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্বে আছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগ সহ-সভাপতি ইয়াজ আল রিয়াদকে গ্রেপ্তার করেছে ডিবি। তাকে বুধবার রাতে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
বুধবার রাতে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপরই ছাত্রলীগের প্রথম শীর্ষস্থানীয় নেতা হিসেবে গ্রেপ্তার হন ইয়াজ আল রিয়াদ।
মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগে আওয়ামী লীগের ভ্রাতৃ-প্রতিম সংগঠনটিকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার।