ইউকে বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
হেডলাইন

আসিফ আকবরের প্রশংসায় পঞ্চমুখ জয়

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সোচ্চার ছিলেন ‘বাংলা গানের যুবরাজ’ খ্যাত গায়ক আসিফ আকবর। সামাজিক মাধ্যমে লেখালেখির পাশাপাশি রাজপথেও ছিলেন সক্রিয়। শুধু তাই নয়, ছাত্রহত্যার প্রতিবাদ জানাতে নিজের ছেলেকে নিয়েও হাজির হয়েছিলেন কেন্দ্রীয় শহীদ মিনারে। এদিকে ছাত্র আন্দোলনে নিজের ভূমিকা নিয়ে বিতর্কিত ছিলেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।

এদিন গণআন্দোলনে লাখও জনতার জমায়েতে আসিফ তাঁর ছেলেকে সামনে এগিয়ে দিয়ে বলেছিলেন, ‘এই প্রজন্ম হারবে না। আমি আমার ছেলেকে সঙ্গে নিয়ে এসেছি। তোমরা ওকে মেরে ফেলবে, মেরে ফেলো। যেভাবে ছাত্রদের মারা হচ্ছে, তা মানা যায় না। আমাদের একটাই দাবি—‘স্বৈরশাসকের পদত্যাগ চাই’।’

বিষয়টি নিয়ে কথা বলেছেন শোবিজের অনেক তারকা। তবে ছাত্র-জনতার আন্দোলনে নীরব থাকায় সমালোচনার মুখে পড়েছেন জনপ্রিয় অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।

আসিফের সেই ভিডিওটি ফেসবুকে শেয়ার করে জয় লিখেছেন, ‘আমি ভিতু, আসিফ ভাই সাহসী। এ জন্যই চিরকাল আসিফ ভাই আমার চেয়ে অনেক বেশি সম্মান প্রাপ্য। আসিফ ভাই স্যালুট।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ