ইউকে সোমবার, ২০ অক্টোবর ২০২৫
হেডলাইন

মাধবপুরে ফেনসিডিলসহ দুই যুবক গ্রেফতার

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :হবিগঞ্জের মাধবপুর থানার পুলিশ বিশেষ অভিযানে ৩৩ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল সহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মনতলা পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মো: মাহবুবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন মাধবপুর-মনতলা পশ্চিম বাজারস্থ আলমগীর এর বিকাশ দোকানের সামনে মনতলা থেকে মাধবপুর গামী রাস্তায় অভিযান চালিয়ে ৩৩ বোতল ফেনসিডিল ও বহনকারী একটি মোটরসাইকেল সহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করে।

আটককৃতরা হলো: নরসিংদী জেলার বেলাব থানার টেকপাড়া গ্রামের মৃত নারায়ণ চন্দ্র দাসের পুত্র উজ্জল দাস (৪০) এবং চর বেলাব (টানপাড়া) গ্রামের মৃত ফুল মিয়ার পুত্র কিরন মিয়া (৩২)।

এ বিষয়ে মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান,দুই যুবকের আটক করা হয়েছে। আসামি বিরুদ্ধে মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ