ইউকে বাংলা অনলাইন ডেস্ক :বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মানেই যেন নানা বিতর্ক আর সমালোচনা। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ লিগ এরই মধ্যে ১০টি আসর পার করে ফেলেছে। অথচ এখনো ধুঁকছে টুর্নামেন্টটি।
বিগত ১০টি আসরে নানা বিতর্ক ও সমালোচনার জন্ম দিয়েছে এই লিগ। যেখানে সবচেয়ে বেশি বিতর্ক ছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম পরিবর্তন নিয়ে। বছরে বছরে পরিবর্তন হয়েছে মালিকানা, পাল্টে গেছে ফ্র্যাঞ্চাইজির নাম।
বাংলাদেশের ক্রিকেটে নতুন অধ্যায় সূচনা হয় ২০১২ সালে। সেবছরই শুরু হয় বিপিএলের প্রথম আসর। ঢাকা গ্ল্যাডিয়েটরস, খুলনা রয়্যাল বেঙ্গলস, বরিশাল বার্নার্স, চট্টগ্রাম কিংস, রাজশাহী কিংস এবং সিলেট রয়্যালস; এই ছয়টি দল নিয়ে শুরু হয় বিপিএলের পথচলা।
শুরুর দুই আসরেই শিরোপা জেতে ঢাকা গ্ল্যাডিয়েটরস। তারপর নিজেদের তৃতীয় ও শেষ শিরোপা ঘরে তোলে ২০১৬ সালে, চতুর্থ আসরে। এরপর আর শিরোপার দেখা পায়নি ঢাকা। তার আগে তৃতীয় আসরে প্রথমবারের মতো শিরোপা স্বাদ পেয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
২০১৭ সালে ঢাকার নাম ডায়নামাইটসকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তোলে রংপুর রাইডার্স। সেবার দলটির অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মোর্ত্তজা।
২০১৮ সালের আসরে শিরোপা জেতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ইমরুল কায়েসের নেতৃত্বে সেবার দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তোলে তারা। এর পরের আসরে শিরোপা ঘরে তোলে রাজশাহী রয়্যালস।
সেবার খুলনাকে হারিয়ে প্রথমবারের মতো বিপিএলের শিরোপা জেতে ফ্র্যাঞ্চাইজিটি। ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলের নেতৃত্বে সেবার প্রথমবার শিরোপার স্বাদ পেয়েছিল উত্তরবঙ্গের দলটি।
এরপর ২০২২ ও ২০২৩ সালের আসরে টানা দুবার চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ২০২২ সালে ফাইনালে তারা হারায় বরিশালকে। এরপরের বছর সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে তারা শিরোপা জেতে।
সবশেষ চলতি বছরের শুরুতে তামিম ইকবালের নেতৃত্বে প্রথমবারের মতো বিপিএলের শিরোপা ঘরে তোলে ফরচুন বরিশাল। এর আগে তিনবার ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি দলটি। অবশেষে নিজেদের চতুর্থ ফাইনালে এসে শিরোপার স্বাদ পায় তারা।
সব মিলিয়ে বিপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি চারবার শিরোপা জিতেছে কুমিল্লা। ঢাকা চ্যাম্পিয়ন হয়েছে মোট তিনবার। একবার করে চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল, রাজশাহী ও রংপুর।
অন্যদিকে এখন পর্যন্ত শিরোপা না জেতা দলগুলোর মধ্যে আছে সিলেট, খুলনা ও চট্টগ্রাম।