ইউকে বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
হেডলাইন

লেবাননে ইসরাইলের বিমান হামলায় একদিনে নিহত ৬০

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :লেবাননে রাজধানী বৈরুতসহ বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় ৬০ জন নিহত হয়েছেন। আহত আরও ১৬৮ জন। বার্তা সংস্থা এপির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। লেবাবনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার (১১ অক্টোবর) থেকে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

গত ২৪ ঘণ্টায় দক্ষিণ লেবাননে ৫৭টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বিশেষ করে বৈরুতের উপশহর এবং বেক্কা ভ্যালিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলের স্থল অভিযানের ফলে ১ হাজার ৩২টি কেন্দ্রে ১ লাখ ৮৭ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। যার মধ্যে ৩৯ হাজার পরিবার রয়েছে। এসব আশ্রয় কেন্দ্রের মধ্যে ৮৩৭টি পূর্ণ হয়ে গেছে।

লেবাননে ইসরায়েলি হামলার মধ্যে তেল আবিবে পাল্টা হামলা চালিয়েছে ইরাকের ইসলামী বিপ্লবী বাহিনী। বিশেষ করে অধিকৃত গোলান মালভূমিতে ড্রোন হামলা চালায় ইরাক বাহিনী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ