ইউকে রবিবার, ৬ জুলাই ২০২৫
হেডলাইন

বিয়ানীবাজারে ভাইয়ের হাতে ভাই খু ন

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেটের বিয়ানীবাজারে আদিল হোসেন (২৫) নামে এক যুবককে মাথায় আঘাত করে খুন করেছে কাদির মিয়া (২৯) নামে তার সহোদর।

বুধবার (০৯ অক্টোবর) বিকাল সোয়া ৪টার দিকে উপজেলার দুবাগ ইউনিয়নের দক্ষিণ দুবাগ গ্রামে নিজ বাড়িতে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত আদিল মিয়া ওই গ্রামের মখলিছ মিয়ার ছেলে। ঘটনার পর থেকে আব্দুল কাদির পলাতক রয়েছেন, বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরিবারিক বিরোধের জের ধরে ঘটনার সময় আব্দুল কাদির তার ছোট ভাই আদিল মিয়াকে পেছন থেকে কুদাল দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন আদিল। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য নিয়ে যান। অবস্থার অবনতি দেখে সিলেট এম.এ.জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে রওয়ানা হলে পথিমধ্যে চারখাই নামক এলাকায় তার মৃত্যু হয়।

সিলেটের বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, পারিবারিক বিরোধের জের ধরে বড় ভাইয়ের কুদালের আঘাতে ছোটা ভাই আদিল মিয়া নিহত হয়েছেন। খবর পেয়ে থানার উপ পরিদর্শক (এসআই) শিমুল শাহ নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত তারেক পলাতক রয়েছেন। এ ঘটনায় নিহতের বড় ভাই তারেক মিয়া বাদি হয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ