ইউকে রবিবার, ৬ জুলাই ২০২৫
হেডলাইন

সিলেটে পৃথক অভিযানে গ্রেফতার ৩

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেটে পৃথক অভিযান চালিয়ে ওয়ার্ড ছাত্রলীগ ও শ্রমিকলীগের সভাপতি এবং এক ক্যাডারকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (৯ অক্টোবর) নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সিলেট মহানগরীর ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও আম্বরখানা বনশ্রী আবাসিক এলাকার মৃত আবদুল লতিফ শেখের ছেলে শহীদ শেখ (২৮), ১৬ নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি ও চারাদিঘীরপাড়ের আবদুল লতিফের ছেলে আজিজুল হাকিম রাজু (২৮) এবং বুলেট মামুনের ক্যাডার বাহিনীর সদস্য ও বালুচর আবাসিক এলাকার লুকমান মিয়ার ছেলে আবদুল্লাহ (২৪)।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল গণমাধ্যমকে জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলরোড এলাকা থেকে শহীদ শেখকে ও নয়াসড়ক এলাকা থেকে আজিজুল হাকিম রাজুকে এবং উত্তর বালুচর থেকে আবদুল্লাহকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ৩ জনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে বিস্ফোরক আইনে কোতোয়ালী থানায় মামলা রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ