ইউকে সোমবার, ২০ অক্টোবর ২০২৫
হেডলাইন

পর্যটকদের জন্য মাদক সরবরাহ করতেন তিনি!

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর কেন্দ্রিক পর্যটকবাহী হাউসবোটে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মদ ক্রয়-বিক্রয় করার অভিযোগে আব্দুল কাদির জিলানী নামে মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার ভোররাতে তাহিরপুর থানাধীন টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের একটি টিম অভিযান চালিয়ে গ্রেফতার করে জিলানী’কে। এসময় পালিয়ে গেছে অপর ২ সহযোগী। এ সময় বিয়ারসহ বিভিন্ন ব্রান্ডের ৬০ বোতল মদ জব্দ করে পুলিশ। পরে সোমবার (৭ অক্টোবর) সীমান্তের পেশাদার তিন মাদক কারবারির নাম উল্লেখ করে থানায় মামলা হয়। তাহিরপুর থানা পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করে।

আসামিরা হলেন- তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তলাগোয়া লাকমা গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে আব্দুল কাদির জিলানী, একই গ্রামের গোলাম হোসেনের ছেলে আউয়াল মিয়া এবং সামসুদ্দিনের ছেলে মনু মিয়া।

তাহিরপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন জানান, টাঙ্গুয়ার হাওর কেন্দ্রিক পর্যটকবাহী হাউসবোটযোগে নিলাদ্রী আসা কিছু সংখ্যক নেশাগ্রস্ত পর্যটকদের কাছে মদ (বিয়ার) বিক্রয় করে আসছিল আব্দুল কাদির জিলানীসহ তার ২ সহযোগী।

ওসি জানিয়েছেন, অভিযানে আব্দুল কাদির জিলানীর শয়নকক্ষ থেকে বিয়ারসহ বিভিন্ন ব্রান্ডের ৬০ বোতল মদ জব্দ করে পুলিশ। এ সময় পেশাদার মাদক কারবারি আব্দুল কাদির জিলানীকে গ্রেফতার করলেও পুলিশের নজর এড়িয়ে কৌশলে অপর ২ মাদককারবারি আউয়াল ও মনু পালিয়ে যায়। সোমবার তাহিরপুর থানায় আউয়াল ও মনুকে পলাতক এবং আব্দুল কাদির জিলানীকে গ্রেফতার দেখিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও ওসি জানিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ