
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জের সীমান্তবর্তী জেলাসমূহের পূজামণ্ডপে যেকোনো ধরনের জননিরাপত্তা হানিকর কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির সহায়তার জন্য মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে সুনামগঞ্জ সহ সারাদেশের বিভিন্ন ব্যাটালিয়নের যোগাযোগ নাম্বার দেয়া হয়েছে।
সুনামগঞ্জ বিজিবির সাথে যোগাযোগের মোবাইল নম্বর হলো- 01669613129, বিকল্প নাম্বার: 01769617360।