
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :হবিগঞ্জের মাধবপুরে ইয়াবাসহ মো: জীবন মিয়া (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে বিজিবি।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ হরষপুর বিওপির একটি টহল দল সীমান্তবর্তী রাজেন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে ৩শ ২০ পিস ইয়াবাসহ মো: জীবন মিয়াকে আটক করে।
সে মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের মো: আবুল কালাম এর পুত্র।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামির বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রকৃয়াধীন আছে।