ইউকে শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
হেডলাইন

হবিগঞ্জে বিদ্যুতের ছেঁড়া তারের সঙ্গে জড়িয়ে দুইজনের মৃত্যু

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :হবিগঞ্জের লাখাই উপজেলায় বিদ্যুতের তারে জড়িয়ে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ভরপূর্ণি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাজী রহমত আলীর ছেলে জমসেদ মিয়া এবং হাজী দুদু মিয়ার ছেলে ফরহাদ মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর হাওর থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন ফরহাদ মিয়া ও জমসেদ মিয়া নামের দুইজন। পথিমধ্যে গ্রামের ভেতরে পৌঁছালে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত শুরু হয়। এসময় আকস্মিক বিদ্যুতের ছেঁড়া তারের সঙ্গে জড়িয়ে পড়েন তারা। এতে তারা বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। তাদেরকে জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লাখাই থানার (ওসি) বন্দে আলী মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ