ইউকে শনিবার, ২ নভেম্বর ২০২৪
হেডলাইন

দেবদাস’এ নাচের দৃশ্যে অন্তঃসত্ত্বা মাধুর

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :অন্তঃসত্ত্বা অবস্থায়ও ক্যামেরার আমনে দাঁড়িয়ে শ্যুটিং করে গেছেন, এ তালিকায় রয়েছেন রানি মুখার্জি, কাজল, ঐশ্বরিয়াসহ অনেকেই। তালিকা থেকে বাদ পড়েননি অভিনেত্রী মাধুরী দীক্ষিতও। ‘দেবদাস’ ছবির শুটিংয়ের সময় তিনি ছিলেন তিন মাসের অন্তঃসত্ত্বা।

সম্প্রতি ভারতের এক সংবাদমাধ্যম জানায়, সিনেমার বেশিরভাগ শুটিং শেষ হলেও মোটেও কাজ থামাননি তিনি। তবে ‘ডোলা রে’ গানের মতো নাচ তার পক্ষে সম্ভব না হলেও সেই সময়ও বাকি থেকে গিয়েছিল ‘দেবদাস’এর মেহফিলের গান।

তবে সেই গানে তিনি নেচেছিলেন অন্তঃসত্ত্বা অবস্থাতেই। আর সেই কারণেই পোশাকে বিশেষ বদল এনেছিলেন পরিচালক সঞ্জয় লীলা বানসালি। তিনি কুন্দনের কাজের বদলে নির্দেশ দিয়েছিলেন শোলা দিয়ে পোশাকের কাজ করতে। যাতে পোশাকের ওজন এক ধাক্কায় অনেকটা কমে যায়। আর যেন মাধুরী নাচতে পারেন। এ পোষাকেই নাচতে বেশ সুবিধাই হয়েছিল এ অভিনেত্রীর।

গানের দৃশ্য ধারণের অধিকাংশ অংশেই বসিয়ে দেওয়া হয়েছিল মাধুরী দীক্ষিতকে। তাই শুটিং-এর জন্য কোনো সমস্যা হয়নি তেমন। সঞ্জয়লীলা ভনসালির অন্যতম প্রযোজনা দেবদাস। যেখানে ঐশ্বরিয়া রাই বচ্চন থেকে শুরু করে শাহরুখ খান, প্রত্যেকের চরিত্রের উপস্থাপনাই প্রশংসনীয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ

ukbanglaonline.com