ইউকে বাংলা অনলাইন ডেস্ক :ঢাকা থেকে কমলগঞ্জে বেড়াতে এসে পর্যটক আবু সাঈদ শাহীন (৪৮) অটোরিকশা উল্টে নিহত হয়েছেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। তার বাড়ি নোয়াখালী জেলার সুদারাম থানার মাইজদী গ্রামে।
স্থানীয়রা জানায়, ঢাকা থেকে শাহীনসহ একটি দল শ্রীমঙ্গল বেড়াতে আসে। সোমবার দুপুরে শ্রীমঙ্গল শহর থেকে একটি অটোরিকশা ভাড়া করে কমলগঞ্জের পর্যটক স্পর্ট লাউয়াছড়া জাতীয় উদ্যান ও মাধবপুর লেকের উদ্যেশ্যে বের হন। কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া উদ্যানের মাগুরছড়া মোড় অতিক্রম করার সময় ব্রেক ফেল করে অটোরিকশা উল্টে যায়।
তারা আরো জানায়, অটোরিকশার ডানপাশে বসা শাহীন পড়ে গিয়ে গুরুত্বরভাবে আহত হন। সতীর্থরা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
পরিবারের লোকজরকে খবর দেয়া হয়েছে বলে জানান সঙ্গীরা।
কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সেখানে লোক পাঠানো হয়। মৌলভীবাজার সদর হাসপাতালে তিনি মারা গেছেন।