ইউকে শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
হেডলাইন

কোস্টগার্ডের নতুন প্রধান জিয়াউল হক

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :রিয়ার এডমিরাল এরশাদ আলীকে সরিয়ে কোস্টগার্ডের প্রধান করা হয়েছে রিয়ার এডমিরাল ‍জিয়াউল হককে।

আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশকর্মে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, চলতি বছরের ৩১ জানুয়ারি থেকে কোস্ট গার্ডের ডিজির দায়িত্ব চালিয়ে আসা রিয়ার এডমিরাল এরশাদ আলীকে বাংলাদেশ নৌবাহিনীতে ফিরিয়ে তার চাকরি বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

অপরদিকে রিয়ার এডমিরাল ‍জিয়াউল হককে বাংলাদেশ কোস্টগার্ডের প্রধান করে তার চাকরি জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করা হয়েছে। ন্যাশনাল ডিফেন্স কলেজের ফ্যাকাল্টি সদস্য জিয়াউল হক হবেন বাংলাদেশ কোস্টগার্ডের পঞ্চদশ মহাপরিচালক (ডিজি)।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ

ukbanglaonline.com