ইউকে বাংলা অনলাইন ডেস্ক :দুটি পৃথক হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক সাত দিনের এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।
বুধবার (৪ সেপ্টেম্বর) তদন্ত কর্মকর্তারা তাদের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম মো. আক্তারুজ্জামান। একেএম শহীদুল হক ২০১৪ সালের ৩১ ডিসেম্বর থেকে ২০১৮ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আইজিপি ছিলেন।
জানা গেছে, গত ১৯ জুলাই মোহাম্মদপুরে মুদি দোকানদার আবু সাঈদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় মামুনকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত আট দিনের রিমান্ড দেন। আর গত ১৩ আগস্ট মোহাম্মদপুরের এসএম আমির হামজা শাতিল আদালতে এই হত্যা মামলাটি করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ছয় জনকে আসামি করা হয়।
এছাড়া, গত ১৯ জুলাই ঢাকার নিউমার্কেট এলাকায় কোটা সংস্কার আন্দোলনের সময় ৪৫ বছর বয়সী ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় শহীদুলকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) মধ্যরাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশের সাবেক দুই মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও এ কে এম শহীদুল হককে গ্রেপ্তার করে। ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের পাঠানো দুটি পৃথক বার্তাতে তাদের গ্রেপ্তারের তথ্য জানানো হয়। জনসংযোগ বিভাগের বার্তায় বলা হয়, সদ্য সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মামলা হওয়ায় সেনা হেফাজতে থাকা অবস্থায় আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন তিনি। মঙ্গলবার রাতে পুলিশ তাকে হেফাজতে নেয়। আরেকটি বার্তায় বলা হয়, ছয় বছর আগের পুলিশপ্রধান শহীদুল হককে মঙ্গলবার রাতে উত্তরা ১৬ নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
সরকার পতনের পর বিকালে হেলিকপ্টারে পুলিশ সদর দপ্তর ছাড়েন আইজিপি সদ্য সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ কয়েকজন কর্মকর্তা। এরপর থেকে প্রকাশ্যে দেখা যায়নি তাকে। নতুন অন্তর্বর্তী সরকার গঠনের আগেই তাকে চাকরি থেকে বাদ দেয়া হয়। সরকার পতনের পর ৬ অগাস্ট রাতে তার চুক্তি বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তার অবসরে যাওয়ার কথা ছিল দেড় বছর আগে। তারপরও তাকে চুক্তিতে আইজিপি করে রেখেছিলেন শেখ হাসিনা। আইজিপি হওয়ার আগে তিনি র্যাবের মহাপরিচালক ছিলেন। সর্বশেষ গত ৫ জুলাই আরও এক বছরের জন্য তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছিল।
অপরদিকে এ কে এম শহীদুল হক ২০১৪ সালের ডিসেম্বর থেকে ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত আইজিপি ছিলেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পরই ২০০৯ সালে তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার হন। মঙ্গলবার রাতে গ্রেপ্তারের পর তাদের ডিবি কার্যালয়ে নেয়া হয় সরকার পতনের পর আন্দোলনে সহিংসতার ঘটনায় তাদের দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।