ইউকে বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
হেডলাইন

হেলিকপ্টারে বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ তৎপরতা র‌্যাবের

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :ফেনীতে চলমান ভয়াবহ বন্যায় আটকে পড়া বন্যার্তদের নিজস্ব হেলিকপ্টারে উদ্ধার করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পাশাপাশি চিকিৎসা সেবা এবং তাদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করছে র‌্যাব।

শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে র‌্যাবের মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

র‌্যাব জানায়, ফেনী জেলার বিভিন্ন এলাকায় র‌্যাবের পক্ষ থেকে পাঁচ শতাধিক বন্যার্তকে শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ ও চিকিৎসা সেবার পাশাপাশি ফেনীর পশুরাম সীমান্তবর্তী এলাকা থেকে একজন গর্ভবতী মহিলা ও দুইজন নবজাতক শিশুকে উদ্ধার করে অক্সিজেন সাপোর্ট দেওয়ার মাধ্যমে সুস্থ করে তাদের নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।

এছাড়াও নারী, শিশু ও বৃদ্ধসহ বন্যা দুর্গত এলাকা থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা পানিবন্দিদের র‌্যাব হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে নিরাপদ স্থানে স্থানান্তর করা হচ্ছে। অনেক পানিবন্দি মানুষ যারা ত্রাণ পাচ্ছিলেন না এধরনের অসহায় মানুষদের খুঁজে বের করে র‌্যাবের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে।

র‌্যাব আরও জানায়, বন্যা এবং বন্যা পরবর্তী সময়ে খাদ্য সংকট, পানীয় জলের দুষ্প্রাপ্যতা এবং বিভিন্ন ধরনের পানিবাহিত রোগের ব্যাপারে র‌্যাব ফোর্সেস জনমানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। র‌্যাব ফোর্সেস মানবিক বিপর্যয় রোধে বন্যার্তদের মাঝে চলমান মানবিক সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে। বন্যা পরিস্থিতিকে কাজে লাগিয়ে কেউ যেন আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সেজন্য নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি এই অঞ্চলের বন্যা দুর্গতদের সহায়তার জন্য সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থাসহ দেশের সকল বিত্তবানদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন র‌্যাবের ডিজি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ